-->

ময়মনসিংহে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সমাবেশ শুরু হয়েছে। ময়মনসিংহের ঈশ্বর গঞ্জ থানায় ১১টি ইউনিয়নে ১১ বিটে ও একটি পৌরসভায় তিনটি বিটে মোট ১৪টি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। ১৪টি বিটে রয়েছে ১৪টি বিট কার্যালয়।

 

প্রতিটি বিটে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিংয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, জুয়া, সন্ত্রাস ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।

 

বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ^রগঞ্জ থানা আয়োজিত উচাখিলা বাজারে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ঈশ্বর গঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। সমাবেশে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিম,

 

উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন রাহুল, উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওলী উল্লাহ রাসেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উচাখিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

Beta version