-->

ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগের কানকিরহাটে মেডিসিন কর্নারে কোনো ধরনের সনদ ছাড়া ফি নিয়ে রোগী দেখা ও ফার্মাসিস্ট সনদবিহীন ওষুধ বিক্রির অভিযোগে রতন সুত্রধরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কানকিরহাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভ‚মি তাজমিন আলম তুহিন।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, দীর্ঘদিন থেকে সেনবাগের কানকিরকাটে মেডিসিন কর্নারের মালিক রতন সুত্রধর কোনো ধরনের ডাক্তারি সনদ ছাড়াই রোগীদের নানা রোগের চিকিৎসা সেবা দেন এমনকি তার ফার্মাসিস্ট সনদও নাই।

 

এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version