-->

চট্টগ্রামের সিইউএফএলে অগ্নিকান্ড, বন্ধ সার-কারখানা

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সিইউএফএলে অগ্নিকান্ড, বন্ধ সার-কারখানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার-কারখানা লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে বন্ধ রয়েছে সার-কারখানার উৎপাদন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সার-কারখানার বয়লারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্য জাহেদুল ইসলাম ভোরের আকাশকে বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনার পর একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আমরা যাওয়ার আগেই ফ্যাক্টরির কর্মীদের সহযোগিতায় সিইউএফএলের নিজস্ব দুটি ফায়ার ট্রাক আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।’

 

তবে সিইউএফএল সূত্র জানায়, সকালে কারখানার অ্যামুনিয়া প্লান্টে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত।

 

এ বিষয়ে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ ভোরের আকাশকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসছে। তবে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা তাৎক্ষণিক বলা যাবে না। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে।’ এদিকে আগুন লাগার কারণে সার-কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন পুনরায় শুরু হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version