-->

বাগেরহাটে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীর কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীর কারাদন্ড

বাগেরহাটের ফকিরহাটে ৩৭৭টি কচ্ছপসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -৬।

 

শুক্রবার বিকেলে ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় র‌্যাব-৬ ও ফকিরহাট উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করে।

 

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার নুর মোহাম্মাদের ছেলে মো. মনিরুজ্জামান (৩৭), সোহরাব হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের মৃত বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।

 

আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

 

তিনি উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন। এসময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।

 

নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ৩৭৭টি কচ্ছপসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বন্যপ্রাণী সংরক্ষন আইনে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া উদ্ধার করা কচ্ছপগুলোকে বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version