-->

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭তম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭তম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭তম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার (১৮নভেম্বর) র‌্যালি, কেককাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে 'চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর উদ্যোগে এ দিবস পালিত হয়।

 

বিকাল ৫টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে শোভাযাত্রা বের হয়ে সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শেষ হয়।

 

সন্ধ্যা ৭ টায় আনন্দঘন পরিবেশে কেক কাটানে এসোসিয়েশনের সদস্যবৃন্দ। কেক কাটা শেষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ 'শিক্ষক মিলনায়তনে' আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. খালেদ হোসেন খানের সঞ্চালনায় আলোচনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া'র সভাপতি (১৪তম ব্যাচ) অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, 'চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশনে যারা আছি আমরা একটি পরিবারের মতো। বয়স হয়ে গেলেও সবাই যখন একত্রিত হই নিজেকে তখন তরুণ মনে হয়।'

 

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ বলেন, 'আমাদের এসোসিয়েশনের সদস্যবৃন্দ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। একত্রিত হওয়ার মাধ্যমে অসাধারণ স্মৃতি রোমন্থন হয়।'

সোসিয়েশনের সহ-সভাপতি নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো.জাকির হোসেন বলেন, 'আমরা যারা চবিয়ান আছি সবসময় হাতে হাত রেখে সামনের দিনগুলোতে ভালো কিছু করব ইনশাআল্লাহ।'

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা'র সচিব, গ্যাস ফিল্ডের ডিজিএম আবুল কাশেম চৌধুরী, সহকারি অধ্যাপক এনামুল কবীর সুমন, উপাধ্যক্ষ মো.ইকবাল হোসেন মৃধা, সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম, সহকারি অধ্যাপক জুরু মিয়া, অধ্যক্ষ সোহাগ ভূঁইয়া প্রমুখ।

 

স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার ঐতিহ্যবাহী শাটল ট্রেনে চড়ার নানা আনন্দঘন স্মৃতি উঠে আসে। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলাভিত্তিক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন গঠন করার উপর গুরুত্বারোপ করা হয়।

 

উল্লেখ্য ১৯৬৬ সালের ১৮ নভেম্বর ৪টি বিভাগে ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। শুরুতে মাত্র ৭জন শিক্ষক ছিলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভাগ রয়েছে ৪৮টি, ইনস্টিটিউট ৬টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ হাজার ৫৫০ এবং শিক্ষক রয়েছেন ৯০৬ জন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version