-->

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা, হর্ষধ্বনিতে মুখর বাগেরহাট

মো. কামরুজ্জামান, বাগেরহাট
আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা, হর্ষধ্বনিতে মুখর বাগেরহাট

মো. কামরুজ্জামান, বাগেরহাট: ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা। সমর্থিত দলের পতাকার রংয়ে দীর্ঘ পতাকা তৈরি, বাড়ির রং করা, জার্সি পরে ঘোরা এবং ফেসবুকে ছবি দেওয়াসহ বিভিন্ন আনন্দে মাতেন সমর্থকরা।

 

শহর থেকে গ্রামে, মহল্লায়, বাড়ি-ঘরে ছড়িয়ে পড়ে এ আনন্দ। পরিণত হয় উৎসবে। ব্যানার, বাঁশি, প্রিয় দলের জার্সি পরে, পতাকা নিয়ে নামেন রাস্তায়ও। করেন র‌্যালি ও আনন্দ শোভাযাত্রা।

 

দেশের বিভিন্ন স্থানের মত বাগেরহাটেও আর্জেন্টিনা সমর্থকরা করেছেন আনন্দ শোভাযাত্রা। ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী এ শোভা যাত্রার আয়োজন করে।

 

শুক্রবার বিকাল ৪টার দিকে বাগেরহাট শহরের রেলরোড এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলরোডে শেষ হয়।

 

আর্জেন্টিনার পতাকা, ব্যানার, বাশি, প্রিয় দলের জার্সি পরে আনন্দ শোভাযাত্রায় প্রায় দুই হাজার আর্জেন্টিনা ভক্ত অংশ নেন। জেলার আর্জেন্টাইন সমর্থকদের হর্ষধ্বনিতে মুখর হয় শহরের রাস্তা।

 

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর প্রধান মো. রাজু আহমেদ জানান, আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল।

 

তিনি বলেন, এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ান হবে।

 

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২ দল অংশ নেবে। কাতার বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় গোটা দেশ।

 

শোভাযাত্রায় উপস্থিত আর্জেটিনা ভক্তরা বলছেন, মেসিকে নিয়ে অন্য রকম ভালোবাসা কাজ করে। মেসির আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি। আমরা নেচে গেয়ে আজ আমরা আনন্দ উল্লাস করছি।

 

বিশ্বকাপের সব খেলা রেলরোডসহ শহরের বিভিন্ন জায়গায় দেখানো হবে বলে জানান আয়োজকরা।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version