কবি ও কথাসাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস-এর "সেই তিন বন্ধুর গল্প"-এর মোড়ক উন্মোচন

ভোরের আকাশ প্রতিবেদক
কবি ও কথাসাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস-এর

কবি ও কথাসাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস-এর "সেই তিন বন্ধুর গল্প"-এর মোড়ক উন্মোচন করা হয়।

গতকাল শনিবার ভাষার মাস শুরুর দিন পহেলা ফেব্রুয়ারি ২০২৫ পুরানা পল্টনে মনি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের অডিটরিয়ামে বাংলাদেশের ছোট গল্প নিয়ে আলোচনা ও বাংলা ধরিত্রী থেকে প্রকাশিত কবি ও কথাসাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস-এর 'সেই তিন বন্ধুর গল্প ' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলা ধরিত্রীর প্রকাশক কবি দিলওয়ার হোসেন-এর সঞ্চালনায় সমাজ বিকাশ পাঠাগার-এর সভাপতি ড. নিতাই কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক তুষার দাস, ভিজুয়াল আর্ট সমালোচক মঈনউদ্দিন খালেদ, কবি ও কথাসাহিত্যিক ড. নিলীমা শীল, ব্যাংকার ও লেখক মুজিবুর রহমান এবং মনি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট এর সভাপতি সমাজ চিন্তক শেখর দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের ছোটগল্পের ক্রমবিকাশের একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। বাংলাদেশের ছোটগল্প বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বাস্তবতায় জীবনকে প্রতিফলিত করে বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

কবি ও কথাসাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস-এর সেই তিন বন্ধুর গল্পগ্রন্থ বইয়ের বিষয়ে বক্তারা জানান যে বইটিতে লেখক অনেক প্রাঞ্জল ভাষায় সমাজ জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। বইটির ভূমিকা লেখক শেখর দত্ত জানান গল্পগুলির বিষয়গুলি সাধারণ হলেও তাতে মানবজীবনের দুঃখ দুর্দশা, সমাজের অসঙ্গতি, অন্যায়, অনিয়ম ইত্যাদি ফুটে উঠেছে। গল্পকার কৃষ্ণ কান্ত বিশ্বাস জানান এর আগে তাঁর কাব্যগ্রন্থ, ভ্রমণকাহিনি, শিশুতোষ গ্রন্থ ও গবেষণাগ্রন্থ প্রকাশিত হলেও এটি তাঁর প্রথম গল্পগ্রন্থ।

মন্তব্য