-->

মিরপুরে তিতাসের অভিযান, পাঁচজনকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে তিতাসের অভিযান, পাঁচজনকে আড়াই লাখ টাকা জরিমানা

অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

 

বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মিরপুর-৬ নম্বরে বিশেষ অভিযানে তাদের জরিমানা করা হয়। এসময় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

 

জানা যায়, ৫ বছর আগে মিরপুর ৬ নম্বরে নির্মাণ করা হয় নয় তলা এ বাড়িটি। এতে রয়েছে ২৪টি ফ্ল্যাট। ৫ বছরের গ্যাস বিল হিসেব করলে দাঁড়ায় ২৪ লাখ টাকা।

 

রাজধানীর আনাচে-কানাচে রয়েছে এমন অসংখ্য ভবন। তিতাস বলছে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ২০১৬ সাল থেকে আবাসিক ভবনে গ্যাসের নতুন সংযোগ দেয়া বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এজন্য পরবর্তীতে নির্মিত ভবনে নেই বৈধ সংযোগ। বহু ভবনে অবৈধ সংযোগ থাকলেও ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদের নিয়মিতই গুণতে হয় গ্যাস বিল।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version