নতুন সূর্যের আলো

বাদল রায়হান
নতুন সূর্যের আলো

আমরা যেনো থেমেই গেছি নিকষ কন্দরে

কঠিন জমাট অন্ধকার চারদিক

তবুও হৃদয়ে শক্তি খুঁজি

দু'হাতে সকল অন্ধকার মুছে

আপন মনে নিজের পথে চলি আর

আলোর পরশ খুঁজি যেনো

নতুন ভোরের নতুন সূর্যের আলো।

মন্তব্য