-->

বৈশাখী জামা ১৪৩০

মুস্তাফিজুর রহমান নাহিদ
বৈশাখী জামা ১৪৩০

বৈশাখী জামা ১৪৩০

 মুস্তাফিজুর রহমান নাহিদ

 

এই বৈশাখে হয়নি কেনা তোমার জন্য শাড়িসেই কারণে দিলে তুমি আমার সঙ্গে আড়ি।

 

খোকার জন্য এই বৈশাখে হয়নি কেনা জামা তার জন্য লাল জামাটা পাঠিয়েছে তার মামা।

 

আমি কিছু দেইনি বলে মুখখানা তার কালোবলছে নাকি আমি তাকে বাসি না আর ভালো,

 

অভিমানে বাবাই আমার মুখ ফিরিয়ে রাখেএ বৈশাখের অবস্থাটা কেমনে বোঝায় তাকে।

 

এ বৈশাখে চাল ডাল তেল অস্থিরতায় বাগুন বাজার যেন এ বৈশাখে জাহান্নামের আগুন।

 

আমরা যারা মধ্যবিত্ত তারাই টের পাচ্ছিকেমন করে বাজার থেকে পণ্য কিনে খাচ্ছি,

 

গ্যাস বিদ্যুতের সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ছে উপায়ান্ত না পেয়ে কেউ ঢাকা শহর ছাড়ছে।

 

সামাল দিয়ে এত কিছু কেমনে উৎসব করিকী করে যে হিসাবপাতির লাগাম টেনে ধরি।

 

ছোট্টবাবাই বোঝেনা সে অর্থনীতির তত্ত্ববৈশাখে চায় নতুন জামা এটাই তার শর্ত

 

সোনাবাবা রাগ করে না শর্ত তোমার মানবো আগামীতে তোমার জন্য নতুন জামা কিনবো।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version