ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হোক

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হোক

বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত। স্বাধীনতার পর থেকেই দেশ দুটির মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। একক কোনো বিষয়ের ওপর এই সম্পর্ক নির্ভর করে না। দেশ দুটির মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্ক খারাপ সময় পার করছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ‘নির্যাতন’ নিয়ে ধোঁয়া তুলে দেশটির কয়েকটি মিডিয়া বাংলাদেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচারকে হাতিয়ার করে উন্মাদ হয়ে উঠেছেন দেশটির কিছু সংখ্যক উগ্রপন্থি মানুষ।

উগ্রপন্থি কিছু হিন্দু ধর্মাবলম্বী বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের অনেকেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। ত্রিপুরার কিছু লোক বাংলাদেশ সীমান্তের কাছে এসে বিক্ষোভ করেন। মহারাষ্ট্রেও বাংলাদেশবিরোধী বিক্ষোভ হয়েছে। এছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপির কিছু নেতা বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোরও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশেও ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে।

সম্পর্ক দেশ দুটির মধ্যে হলেও শেখ হাসিনার প্রতি ভারতের বিশেষ টান রয়েছে বলে মনে করা হয়। এ কারণে তার শাসনামলে ভারত বেশি সুবিধা পেয়েছে বলে অভিযোগ রয়েছে। তার পতন দিল্লি মেনে নিতে পারেনি বলেই অনেক বিশ্লেষক মনে করেন। ফলে তাদের অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক। গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহে সম্পর্ক হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ততার দিকে যাচ্ছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারও এ ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করেছে।

হাইকমিশন কার্যালয়ে হামলার অভিযোগে ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকা কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশ দুটি এ অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার উভয় দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে। আশা করা যায়, এই বৈঠকে কূটনীতিকরা খোলা মনে আলোচনা করবেন। সাবেক কূটনীতিকরা এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য